স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে প্রথম বারের মত পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু করেছে (পিএসএল)। পাকিস্তানের এই ঘরোয়া আসরটিতে খেলছেন বাংলাদেশি তিন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) শুরু থেকেই বেশ দারুণ খেলছেন বাংলাদেশি দুই ক্রিকেটার তমিম ইকবাল ও সাকিব আল হাসান। নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের জয়ের নায়ক ছিলেন দেশ সেরা নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব। কিন্তু পরের দুই ম্যাচে তিনি জ্বলে উঠতে পারেননি। এতে ফলাফল দাঁড়াল পরবর্তী দুই ম্যাচই ব্যর্থ ইসলামাবাদ ইউনাউটেড।
সর্বশেষ রোববার বল হাতে দুই ওভারে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি এবং ব্যাট হাতে মাত্র ২০ রান তুলতে পারেন সাকিব। তার ব্যর্থতার দিনে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে করাচি হারে মাত্র ২ রানে। একই অবস্থা তামিমের দল পেশোয়ার জালমির। ইসলামাবাদ ও লাহোর কালান্দার্সের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তামিম করেন যথাক্রমে ৫১ ও ৫৫* রান। এতে তার দল দুর্দান্ত জয় তুলে নেয়। কিন্তু রোববার বাংলাদেশ দলের এই ড্যাশিং ব্যাটসম্যান ব্যর্থতার পরিচয় দিলে হেরে যায় দল। তামিম পরাজয়ের দিনে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ১৯ বলে মাত্র ১৪ রান করতে সমর্থ হন। তার ব্যর্থতার দিন পেশোয়ার জালমি হারলো ইনিংসের শেষ বলে।
এতে দুই বাংলাদেশি তারকার সাফল্যেই যেন দুই দলের জয় অনেকটা নির্ভর করছে। দুবাইয়ে টস হেরে আগে ব্যাটে গিয়ে পোশোয়ার জালমি সংগ্রহ করে ৭ উইকেটে ১৩৫ রান। জবাবে মাত্র ১ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কোয়েটা গ্লাডিয়েটর্স। আর দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল করাচি কিং মাত্র ২ রানে হারে ইসলামাদ ইউনাইটেডের কাছে। আগে ইসলামাবাদ করে ৮ উইকেটে ১৩২ রান। জবাবে করাচি কিংস ৯ উইকেটে ১৩০ রান তুলতে পারে। এতে ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১ হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তামিমেম পেশোয়ার জালমি। আর ১ জয় ও ২ হারে তাদের পরেই সাকিবের করাচি কিংস। আর ৫ দলের পিএসএলে ৩ ম্যাচের প্রতিটি জিতে সবার শীর্ষে সরফরাজ আহমেদের কোয়েটা গ্লাডিয়েটর্স।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর