স্পোর্টস ডেস্ক: ছয় দিন ছুটি কাটিয়ে দ্বিতীয় মেয়াদে আবারো অনুশীলনে মনযোগী হচ্ছেন মাশরাফি-মুস্তাফিজরা। আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে রোববার চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা ছাড়েন তারা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ২৭ ক্রিকেটারকে নিয়ে খুলনায় প্রাথমিক ক্যাম্প শুরু করেছিল বিসিবি।
সাকিব-তামিম ও মুশফিককে ছাড়াই দ্বিতীয় মেয়াদে চট্টগ্রামের অনুশীলনে নামতে হবে বাংলাদেশ দলকে। কারণ এরা তিন জন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। চট্টগ্রামে মাশরাফিদের প্রস্তুতি শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর