রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৬:০৮

আগামী বছর বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলবে শুধু ইংল্যান্ড

আগামী বছর বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলবে শুধু ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: স্মৃতির পাতায় ঠাঁই করে নিচ্ছে আরও একটি বছর। রাত পোহালেই হাজির ২০২৪ সাল। পুরাতন বছরের হিসেব নিকেশের পাশাপাশি এখন চলছে নতুন বছর বরণের আয়োজন। 

পিছিয়ে নেই ক্রিকেটের দুনিয়া। ২০২৩ সালের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব ছাপিয়ে এবার চোখ রাখতে হচ্ছে নতুন বছরের দিকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য যা হতে চলেছে বেশ ব্যস্ততার এক বছর। যেখানে আছে ৪০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ। 

২০২৩ সাল টেস্ট ক্রিকেটের বিবেচনায় বেশ ইতিবাচক এক বছর পার করেছে টাইগার ক্রিকেট। তিন সিরিজ খেলে হারতে হয়নি কোনোটিতেই। ৪ টেস্টের মধ্যে জয় এসেছে ৩টিতেই। হারতে হয়েছে এক ম্যাচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও নেহাত মন্দ হয়নি টাইগারদের। নতুন বছরে তাদের জন্য অপেক্ষা করছে আরও ১৪ টেস্ট। 

নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই এক বছরে এতগুলো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। আগামী বছর বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে শুধু ইংল্যান্ড (১৭) ও ভারত (১৫)।  

আন্তর্জাতিক সূচি অনুযায়ী, বিপিএলের শেষে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সেবার লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই দল ২ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে, যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২ ম্যাচের টেস্ট সিরিজ আছে সেখানেও। যদিও সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। 

জুনে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা।  জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২টি টেস্ট আছে। সেটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকছে না। সেই সিরিজে সাদা বলের ক্রিকেটও খেলবে তারা। এরপর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্টে সেখানে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এরপর ভারত সফরে আছে ২টি টেস্ট। 

এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। নভেম্বর-ডিসেম্বরে সেখানে ২ টেস্ট থাকবে টাইগারদের সামনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে