স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফির নেতৃত্বে গেল বছরে একের পর এক সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলার মাঠে সফল জাতীয় দলের এই অধিনায়ককে মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনেও দেখা মেলে। তবে এবার পুর্ণাভা নামের একটি ঔষধ কোম্পানির বিজ্ঞাপনে দেখা যাবে মাশরাফিকে। জানা যায়, কোম্পানিটি ঔষধের পাশাপাশি স্বাস্থ্যকর খাবারো বিক্রি করে থাকেন।
মূলত এসব প্রচারণার জন্যই অধিনায়ক মাশরাফিকে এই কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর করা করা হয়েছে। জানুয়ারির সাত তারিখে কোম্পানিটির সঙ্গে মাশরাফির এই বিষয়ে চুক্তি হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও একটি স্টুডিওতে দুই দিন ব্যাপি এই বিজ্ঞাপনের শ্যুটিং হয়েছে। এই বিজ্ঞাপনে মাশরাফির সাথে আছে একদল তরুন মডেল।
সম্প্রতি ঔষদ কোম্পানিটি তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে এই বিজ্ঞাপনের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর