সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪০:২৫

‘ভারত ও পাকিস্তানকে হারিয়ে এশিয়াকাপের ফাইনালে যাচ্ছে বাংলাদেশ’

 ‘ভারত ও পাকিস্তানকে হারিয়ে এশিয়াকাপের ফাইনালে যাচ্ছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক : যুবাদের বিশ্বকাপ আবহে উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব। আর এরই মধ্যে বেজে উঠছে টাইগারদের সানাইবাদকের বাঁশি।

এশিয়াকাপে ২৪ ফেব্রুয়ারি মাঠে নামছে বাংলাদেশ। শুরুতেই মাশরাফিদের সাক্ষাৎ হচ্ছে ধোনিদের সাথে। এবারের এশিয়াকাপে বাংলাদেশ চমক দেখানোর জন্য এগিয়ে আছেন বলে মন্তব্য করেছেন কোচ হাতুরুসিংহে।

মাশরাফিদের এই সানাইবাদক প্রত্যাশার আলোকে বলেন, আমার মনেই হচ্ছে যে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে হারিয়ে এশিয়াকাপের ফাইনালে যাচ্ছে।

এবারের এশিয়াকাপ ও টি-টোয়েন্টির আসর টাইগারদের প্রমাণ দেয়ার আসর বলে মন্তব্য করেন জাতীয় দলের ক্রিকেট গুরু।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বাংলাদেশ খুব কম পরিমান টি-টোয়েন্টি ম্যাচ খেলে।

এ কারণে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয় না। এশিয়াকাপের পরেই বাংলাদেশের র‌্যাঙ্কিংয় উন্নতি হবে বলে মনে করেন টাইগারদের এই কোচ।

এশিয়াকাপ ও টি-টোয়েন্টির জন্য প্রয়োজনীয় টিপস দলকে দেয়া হচ্ছে বলেও এই সাক্ষাৎকারে জানান চন্দ্রিকা হাতুরুসিংহে।  
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে