সোমবার, ০১ জানুয়ারী, ২০২৪, ০১:০৭:৪৩

যাদের নাম উঠলো বর্ষসেরা ওয়ানডে দলে

যাদের নাম উঠলো বর্ষসেরা ওয়ানডে দলে

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে ভারতে হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু উইজডেনের বর্ষসেরা একাদশে কিনা সেই অজি দলের জায়গা হয়েছে মাত্র দুইজনের। আর ফাইনাল হারা ভারত থেকে জায়গা করে নিয়েছে সাত জন।

বিশ্বকাপে শুধু ফাইনাল ম্যাচই হেরেছিল ভারত, ফাইনালের আগে জিতেছিল টানা দশ ম্যাচ। 
এর আগে জিতেছে এশিয়া কাপের শিরোপা। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে পাঁচটি। যেকারণে উইজডেনের বর্ষসেরা একাদশে ভারতীয়রা বেশি জায়গা করে নিয়েছে।

ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে।
বর্ষসেরা একাদশে যারা আছেন:

রোহিত শর্মা (অধিনায়ক)
গেল বছর ২৭ ওয়ানডে খেলে ৫২.২৯ গড়ে ভারতীয় অধিনায়ক রান করেছেন ১২৫৫। সেঞ্চুরি দুইটি এবং সর্বোচ্চ ১৩১।

ট্রাভিস হেড 
১৩ ম্যাচে ৫১.৮১ গড়ে অস্ট্রেলিয়ান এই ব্যাটারের রান ৫৭০। সেঞ্চুরি করেছেন দুইটি। এই দুই সেঞ্চুরিই এসেছে বিশ্বকাপে।

বিরাট কোহলি
২৭ ম্যাচে ৭২.৪৭ গড়ে ভারতীয় এই ব্যাটারের রান ১৩৭৭। সেঞ্চুরি করেছেন ৬টি। সর্বোচ্চ অপরাজিত ১৬৬।
বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

ড্যারিল মিচেল
২৬ ম্যাচে ৫২.৩৪ গড়ে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের রান ১২০৪ রান। বিশ্বকাপে দুইটি সেঞ্চুরিসহ মোট পাঁচটি শতরানের ইনিংস খেলেছেন। বল হাতে উইকেট নিয়েছেন ৯টি।

হেনরিক ক্লাসেন
২৪ ম্যাচে ৪৬.৩৫ গড়ে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের সংগ্রহ ৯২৭ রান। সেঞ্চুরি করেছেন ৩টি।

গ্লেন ম্যাক্সওয়েল
১১ ম্যাচে ৫১.৬২ গড়ে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের রান ৪১৩। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন অবিশ্বাস্য এক ইনিংস। ডাবল সেঞ্চুরি করে জিতিয়েছিলেন অজিদের। এছাড়া দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন।

রবীন্দ্র জাদেজা
২৬ ম্যাচে ৩১ উইকেটের পাশাপাশি ভারতীয় এই অলরাউন্ডারের রান ৩০৯।

মোহাম্মদ সামি
অবিশ্বাস্য একটি বিশ্বকাপ কাটিয়েছেন ভারতীয় এই পেসার। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ছিলেন শীর্ষে। এ গেল বছর ১৯ ম্যাচে তার উইকেট ৪৩টি।

জাসপ্রিত বুমরাহ
নতুন বলে দুর্দান্ত চেহারায় থাকেন ভারতীয় এই পেসার। গেল বছর ১৭ ম্যাচ খেলে তাঁর উইকেট ২৮টি।

কুলদিভ জাদব
৩০ ম্যাচে ভারতীয় এই স্পিনারের শিকার ৪৯ উইকেট। দুর্দান্ত একটি বছর পার করেছেন তিনি। পাঁচ উইকেট পেয়েছেন একবার।

মোহাম্মদ সিরাজ
মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহর সঙ্গে ভারতের বোলিং লাইনকে আরো শক্তিশালী করেছেন সিরাজ। ২৫ ম্যাচে তাঁর শিকার ৪৪ উইকেট। বিশ্বকাপেও ছিলেন ছন্দে।

একাদশ: রোহিত শর্মা, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিক ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ, কুলদিভ জাদব ও মোহাম্মদ সিরাজ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে