সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৫২:০৯

বিদায়ী ম্যাচে রেকর্ড গড়লেন ম্যাককালাম

 বিদায়ী ম্যাচে রেকর্ড গড়লেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচে অনন্য এক রেকর্ড গড়লেন নিউজিল্যাল্ডের হার্ড হিটার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। নিজের বিদায়ী ম্যাচে বিধ্বংসী খেলে দেশের হয়ে দারুণ এক মাইলফলকও স্পর্শ করলেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন এই ডানহাতি।   

সোমবার হ্যামিল্টনে চ্যাপেল-হ্যাডলি ট্রফির শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ বলে ৪৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেন ম্যাককালাম।  তার এই ৪৭ রানের মধ্যে ছিল ৩টি ছক্কা ও ৬টি চারের মার। আর এই ৩ ছক্কা দিয়ে ওয়ানডেতে কিউই অধিনায়কের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ঠিক ২০০টি। কিউই ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩ ছক্কা হাঁকিয়েছেন ক্রিস কেয়ার্নস।

আর ওয়ানডে ইতিহাসে ২০০ বা এর বেশি ছক্কা হাঁকানো চতুর্থ ব্যাটসম্যান ম্যাককালাম। ৩৫১ ছক্কা নিয়ে সবার ওপরে আছেন শহীদ আফ্রিদি। তার পরে আছেন যথাক্রমে সনাৎ জয়সুরিয়া (২৭০), ক্রিস গেইল (২৩৮)।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে