স্পোর্টস ডেস্ক: সাউথ এশিয়ান গেমসে শক্তিশালী শ্রীলংকাকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশি মেয়েরা।
গতকাল (রোববার) শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মাঠে গড়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।
খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিটে কোন দলই গোলের দেখা পায়নি । তবে দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে এসে টাইগ্রেসদের হয়ে প্রথম গোলের দেখা পান কৃষ্ণা রানী। তবে ৪ মিনিট না পেরোতেই সমতায় ফেরেন লংকান মেয়েরা।
এর পর ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে আবারো জ্বলে উঠেন কৃষ্ণা রায়। দ্বিতীয় বারের মতো প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। শ্রীলংকার মেয়েরা নির্ধারিত সময়ের মধ্যে গোল শোধ করতে না পারায় ২-১ গোল ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর