স্পোর্টস ডেস্ক : মন খারাপ তাসকিন আহমেদের! প্রতি বারই যেনো পেয়েও হাড়ি যায়। তৃতীয় বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেলেও যাওয়া হচ্ছে না তাসকিন আহমেদের।
নিলামে দল না পেলেও, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না মেলায় তৃতীয়বারের মতো আইপিএলে খেলার সুযোগ পেয়েও যাওয়া হচ্ছে না তাসকিনের।
জানা গেছে, তাসকিনকে জাতীয় দলের খেলানোর জন্যেই আইপিএলে পাঠাতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতো বড় আসরের আগে ইনজুরিপ্রবণ পেসার তাসকিনকে কোথাও পাঠানোর সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
বিষয়টি নিয়ে আক্ষেপ শোনা গেল এই পেসারের কণ্ঠেও। মঙ্গলবার সাংবাদিকদের তাসকিন বলেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’
এই পেসার আরও বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’