সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৮:৫৭

গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়েছেন ম্যাককালাম, কাঁদল নিথর স্টেডিয়াম!

গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়েছেন ম্যাককালাম, কাঁদল নিথর স্টেডিয়াম!

স্পোর্টস ডেস্ক : নাম তার ব্রান্ডন ম্যাককালাম। ক্রিকেট এই বিশ্বের এই নক্ষত্র মালা হতে খসে পড়ছেন এরই মধ্যে।

জীবনের শেষ ইনিংস এই মাত্র শেষ করলেন তিনি। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীকে কাঁদিয়েছেন ম্যাককালাম, আর অঝোরে কাঁদল নিথর স্টেডিয়ামও!

শেষ ম্যাচে ব্যাট হাতে বিশ্বরেকর্ড করে গ্যালারি ভর্তি তার ভক্তদের কাঁদিয়েছেন তিনি। গত বছরের শেষের দিকে ম্যাককালাম ঘোষণা দেন তার জীবনের শেষ খেলার বিষয়ে।

তিনি নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডকে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তার জীবনের শেষ ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি।

কিউ ক্রিকেট বোর্ড ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজন করে অসিদের বিপক্ষে। লক্ষ্য পূরণের সুযোগ হয় ব্রান্ডন ম্যাককালামের।

৩ টি ওয়ানডে ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ম্যাককালামরা। ২০০ টি ওভার বাউন্ডারি মারার মাইলফলকও পেয়ে যান তিনি।

শেষ ম্যাচে ২৭ বলে খেলেন ৪৭ রানের ঝড়ো ইনিংস। সিডন পার্কের হ্যামিলটনে এদিন গার্ড অফ অনার দেয়া হয় তাকে।

সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্যাককালাম। শেষ ম্যাচে ঝড়ো ইনিংস, দেশের সিরিজ জয় ও নিজের মাইলফলকের দিনে অশ্রু ধরে রাখতে পারেননি তার ভক্তরা।

নিষ্ঠুর এই দুনিয়ায় আর ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামা হবে না তার। ক্রিকেটভক্তরা তাকে কেবল স্বরণে রাখবে গভীর শ্রেদ্ধাভরে।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে