স্পোর্টস ডেস্ক: গত পরশু কারপির সঙ্গে গোল করে আর্জেন্টাইন ফুটবল জাদুকর ম্যারাডোনার একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন গঞ্জালো হিগুয়েইন। ২৬ বছর আগে ম্যারাডোনার হাতে যেবার শিরোপা উঠেছিল, সেবার টানা ছয় ম্যাচে গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। পরশু হিগুয়েইনও সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। সিরি ‘আ’তে সর্বশেষ টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিটাও একজন আর্জেন্টাইনেরই! হিগুয়েইনের আগে ২০১২ সালে যেটি করেছিলেন এরিক লামেলা, রোমার হয়ে।
এই মৌসুমে নাপোলির ম্যাচে গঞ্জালো হিগুয়েইনের গোল পাওয়াটা যেন অলিখিত একটা রীতিই হয়ে গেছে। লিগে ২৪ ম্যাচেই এরই মধ্যে ২৪ গোল করে ফেলেছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় হিগুয়েইনের ঠিক পরে যিনি আছেন, সেই পাওলো ডিবালার গোল ১১টি কম! ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়েও হিগুয়েইনই সবার ওপরে। ২৩টি গোল নিয়ে কাছাকাছি আছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার স্ট্রাইকার হোনাস।
নাপোলিও কাল নিজেদের একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছে, জিতেছে টানা আটটি ম্যাচ। পরের ম্যাচটি সেই রেকর্ড ভাঙার তো বটেই, হিগুয়েইনের জন্য ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ারও উপলক্ষ। সেই ম্যাচটাই আবার ঠিক করে দিতে পারে এবারের সিরি ‘আ’র শিরোপা। পরের ম্যাচে প্রতিপক্ষ জুভেন্টাসই তো নাপোলির এখন শিরোপার পথে সবচেয়ে বড় বাধা। গতকালই আবার জুভেন্টাস ফ্রসিনোনেকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের রেকর্ড টানা ১৪ ম্যাচে জয় পেয়েছে। নিজেদের ওপর থেকে চাপটা কমাতেই হয়তো, হিগুয়েইন এই ম্যাচকে বড় করে দেখছেন না, ‘এটা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়, স্রেফ অন্য একটা ম্যাচের মতোই। আমাদের শান্ত থাকতে হবে।’সূত্র- প্রথম আলো
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর