বুধবার, ০৩ জানুয়ারী, ২০২৪, ১০:৫৯:০১

হৃদয় ভেঙে চুরমার ভারতীয় সমর্থকদের!

হৃদয় ভেঙে চুরমার ভারতীয় সমর্থকদের!

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নামার আগপর্যন্ত টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল ভারত। টুর্নামেন্টে তাদের একমাত্র পরাজয়টা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে। 

দুর্দান্ত ফর্মে থেকেও ৬ উইকেটের হারে তৃতীয় শিরোপার স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। শিরোপা হারানোর আক্ষেপে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা। হৃদয় ভেঙে চুরমার হয় ভারতীয় সমর্থকদের। 

শিরোপার কাছে গিয়েও এমন হার মেনে নিতে পারেননি বিরাট কোহলি। বিরক্তি প্রকাশ করেছিলেন মাঠেই। সেই ভিডিও এতদিন পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ফাইনালে অস্ট্রেলিয়া জিততেই মাঠের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরে উদযাপন করছেন। আর হতাশ ভারতীয় ক্রিকেটাররা তখনো মাঠে দাঁড়িয়ে। এসময় কোহলিকে দেখা যায় উইকেটের দিকে এগিয়ে যেতে। মাথার ক্যাপ খুলে বিরক্তির সঙ্গে বেল ফেলে দেন। তার চোখেমুখে তখন বিরক্তি ছিল স্পষ্ট।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। ১১টি ম্যাচে করেছিলেন ৭৬৫ রান। ব্যাটিং গড় ছিল ৯৫.৬২। একটি বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ডের মালিক এখন কোহলি। যদিও দলকে শেষ পর্যন্ত শিরোপা জেতাতে পারেননি। সেই কষ্ট এতটাই ছিল যে টুর্নামেন্ট সেরার পুরস্কার নেওয়ার সময় কোনো কথা বলতে চাননি কোহলি। 

এদিকে, ফাইনালের স্বপ্নভঙ্গের পর ড্রেসিংরুমেও কান্নায় ভেঙে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ইউটিউবে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতীয় ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা রবিচন্দ্রন অশ্বিন। তারকা এই স্পিনার জানান, ‘ফাইনালে হেরে সবাই ভেঙে পড়েছিলাম। 

আমাদের সামনেই কেঁদে ফেলেছিল রোহিত আর কোহলি। ওদের দেখে আরও বেশি করে খারাপ লাগছিল। কিন্তু কারোরই কিছু করার ছিল না। আমাদের দলটা অনেক অভিজ্ঞ ছিল। 

প্রত্যেকে জানত কী করতে হবে। সবাই পেশাদার ক্রিকেটার ছিল। নিজেদের রুটিন, ওয়ার্ম-আপ সম্পর্কে জানত। দু’জনেই জাত নেতা। দলের মধ্যে একটা অন্য রকম পরিবেশ তৈরি করেছিল ওরা। তারপরেও আবেগ ধরে রাখতে পারেনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে