সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১১:২৭

মাশরাফি-মুস্তাফিজদের প্রশংসায় পঞ্চমুখ রাহুল দ্রাবিড়

মাশরাফি-মুস্তাফিজদের প্রশংসায় পঞ্চমুখ রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে ‘দ্য ওয়াল’ খ্যাত ভারতীয় সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় এখন বাংলাদেশে অবস্থান করছেন।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দ্রাবিড়। সংবাদ মাধ্যমে তার আসার উদ্দেশ্য যুব বিশ্বকাপ ইস্যুতে কিছু বলা। কিন্তু কথার  প্রসঙ্গ চলে এলো গত একটি বছরে মাশরাফিদের অসাধারণ সাফল্য নিয়ে।

কারণ, গত বছর ভারত ক্রিকেট দল ছাড়াও বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

রাহুল দ্রাবিড় বললেন, ‘গত একটি বছর বাংলাদেশ যে দারুণ ক্রিকেট খেলেছে, তা প্রশংসা করারই মতো। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানদের সমন্বয়ে দলটি এখন বেশ অভিজ্ঞ। দলটির সাফল্য পাওয়ার এটি অন্যতম একটি কারণ।’  

বাংলাদেশ দলে বেশ বৈচিত্র্য এসেছে বলেও মনে করেন রাহুল, ‘অভিজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। বিশেষ করে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের মতো তরুণ ক্রিকেটাররা আসায় এই দলটিতে বেশ বৈচিত্র্য এসেছে। একটা দলের জন্য এটি খুবই ভালো একটি দিক।’

তবে বিদেশের মাটিতে বাংলাদেশকে সাফল্য বয়ে আনা কিছুটা চ্যালেঞ্জ মনে করছেন সাবেক ভারতীয় এই অধিনায়ক,‘গত বছর বাংলাদেশ যে কয়টি সাফল্য পেয়েছে, তা বেশির ভাগই দেশের মাঠে। তবে বিদেশের মাটিতে ভালো কিছু তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জরই বটে। অবশ্য আমি তাদের সাফল্য কামনা করি।’
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে