স্পোর্টস ডেস্ক : এমবাপ্পে শীতকালীন দল বদলে পিএসজি ছাড়ছেন, পিএসজিতে উদ্যম হারিয়েছেন ফরাসি তারকা-এমন খবরের গত কয়েকদিন সরগরম ছিল ফুটবল মিডিয়া।
তবে যখনই ছাড়েন না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত যে দলের জন্য নিবেদন একটুও কমবে না সেটি বুধবার (৩ জানুয়ারি) রাতে ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে পায়ের যাদুতে পিএসজিকে জিতিয়ে আরও একবার প্রমাণ করলেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে।
প্রতিযোগিতার ফাইনালে এদিন তুলুজকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপ্পে ছাড়া স্কোরশিটে নাম লিখিয়েছেন লি ক্যং ইন।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই ক্রস দারুণ শটে ঝালে পাঠিয়ে লি ক্যাং দলকে লিড এনে দিয়েছিলেন। আক্রমণাত্মক পিএসজির সামনে কোণঠাসা তুলুজ খুব একটা সুবিধা করতে পারেনি। বিরতির ঠিক আগ মুহূর্তে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে ব্যবধাব দ্বিগুণ করে কার্যত ম্যাচের ফলাফল লিখে ফেলেন এমবাপে।বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও দেখা পায়নি কোন দল।
আর তাতে শিরোপা জয় নিশ্চিত হয় পিএসজির। এ নিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসের রেকর্ড ১২ বার চ্যাম্পিয়নের কীর্তি অর্জন করলো প্যারিসিয়ানরা।ফরাসী জায়ান্ট ক্লাবটির চলতি মৌসুমে এটি প্রথম শিরোপা জয়।