বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০২৪, ১১:৫০:৩৬

ব্রাজিলের দীর্ঘ অপেক্ষায় জল ঢেলে দিল রিয়াল মাদ্রিদ

ব্রাজিলের দীর্ঘ অপেক্ষায় জল ঢেলে দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: এই তো কয়েকদিন আগে ব্রাজিলের দীর্ঘ অপেক্ষায় জল ঢেলে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ান কার্লো আনচেলত্তি। 

এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাব্য কোচের তালিকায় কয়েকজনকে নিয়ে আলোচনা শুরু হয়। যেখানে নাম আছে কিংবদন্তি কোচ জোসে মরিনহোরও। 

বর্তমানে তিনি ইতালিয়ান ক্লাব এএস রোমার হয়ে ডাগআউট সামলাচ্ছেন। এরই মাঝে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে তাকে জড়িয়ে খবর বেরোনোর বিষয়ে কথা বলেছেন মরিনহো।

ব্রাজিল কোচ করার বিষয়ে এখনও তার সঙ্গে কথা বলেনি বলে জানিয়েছেন এই পর্তুগিজ কোচ। সেলেসাও সংবাদমাধ্যম ‘গ্লোবো’তে তার বরাত দিয়ে বলা হয়– ‘ব্রাজিল? আমি এর সত্যতা সম্পর্কে জানি না। 

তারা আমার সঙ্গে কথা বলেনি। আমি এজেন্টকে বলে দিয়েছি যে যতক্ষণ না আমার ব্যাপারে ক্লাব (রোমা) অনাগ্রহ দেখাবে, তার আগপর্যন্ত যাতে অন্য কারও সঙ্গে কথা না বলে।’

রোমা কর্তৃপক্ষের ওপর পূর্ণ আস্থা রেখে মরিনহো বলেন, ‘আমি এই কাজের সঙ্গে অন্য পরিচালকদের যুক্ত করার গুঞ্জনে বিশ্বাস করি না। আমি ফ্রিডকিন গ্রুপে (রোমার আমেরিকান মালিকদের) আস্থা পেয়েছি। আমি তাদের সততা নিয়ে সন্দেহ করি না এবং আমার মনে করার কোন কারণ নেই যে তারা আমার পেছনে অন্য কোচদের সঙ্গে আলোচনা করছে।’

এদিকে, গ্লোবো আরেক সংবাদমাধ্যম ‘কোরিইরে ডেলো স্পোর্ট’–এর বরাতে বলছে, জানা গেছে সিবিএফের প্রতিনিধি ইতোমধ্যে মরিনহোর ম্যানেজার জর্জ মেন্ডেসের সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলেছে। 

পর্তুগিজ এই ফুটবল কোচের সঙ্গে রোমার চুক্তির মেয়াদ আছে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত। এখন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে দু’পক্ষকে ইতিবাচক অবস্থানে দেখা যায়নি।

মরিনহোর দল রোমা বর্তমানে ইতালিয়ান প্রতিযোগিতা সিরি-আ’র সপ্তম স্থানে রয়েছে। শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে তারা ১৭ পয়েন্টে পিছিয়ে। 

এর মধ্যে মরিনহো প্রকাশ্যে তার স্কোয়াডের গুণমান এবং গভীরতার সমালোচনাও করেছেন। যদিও আর্থিক ফেয়ারপ্লে বিধি-নিষেধের মধ্যে থাকায় ট্রান্সফার মার্কেটে সংযত থাকতে হয়েছে তাকে। চলতি মৌসুমের শেষ পর্যন্তই রোমার সঙ্গে মরিনহোর চুক্তি রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে