সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৩:৫৩

সর্বশেষ ঢাকাতেই পাওয়া গেল সর্বাধিক গতিশীল বোলার

সর্বশেষ ঢাকাতেই পাওয়া গেল সর্বাধিক গতিশীল বোলার

স্পোর্টস ডেস্ক: রবি ফাস্ট বোলার হান্ট প্রতিযোগীতায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা ও রাজশাহীর পর অবশেষে ঢাকা পর্ব এসেছে খুল মিললো সাবর্ধিক গতিশীল এক দানব বোলারের। ভবিষ্যতের মাশরাফি, রুবেল খুঁজে বের করতে দেশজুড়ে চলছে 'রবি পেসার হান্ট'। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় হয়ে গেল পেসার হান্ট প্রতিভা অন্বেষণ। রোববার সকাল থেকেই উৎসুক তরুণদের ভিড়ে মুখরিত মিরপুর সিটি ক্লাব মাঠ। দিনভর উৎসবমুখর পরিবেশে খুঁজে বের করা হয় সর্বোচ্চ গতির পেসারদের।

ফরিদপুরের পর এবার সর্বোচ্চ গতির বোলার পাওয়া গেল ঢাকায়। রবির এ প্রোগ্রামে সিরাজগঞ্জের ছেলে রাহী হাসান প্রান্ত ঢাকা পর্বের প্রাথমিক বাছাইয়ে ঘণ্টায় ১৩৪ কিলোমিটার বেগে বল ছুঁড়েছেন। এর আগে ১৩৩ কিলোমিটার বেগে বল ছুঁড়ে গতিতে সবার শীর্ষে ছিলেন ফরিদপুরের পেসার এবাদত হোসেন।

এদিন ছেলেদের পাশাপাশি বেশ কয়েকজন মেয়ে ক্রিকেটারও অংশ নেন ফাস্ট বোলার হান্টে। প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে ১৪ জনকে। চূড়ান্ত বাছাই শেষে, একজন ছেলে এবং একজন মেয়ে খেলবে বাংলাদেশ জাতীয় দলে।এরই মধ্যে, গতি দিয়ে নজর কেড়েছেন কয়েকজন। ১২৮ কি.মি. গতির বল করে আলো ছড়িয়েছেন ২৩ বছর বয়সী তাসনিম হাসান রুবেল।

মঞ্চ তৈরি আর নিজেকে প্রমাণ করতে চলছে মহড়া। চোখে উদ্ভাসিত স্বপ্ন, বাঁধ ভাঙ্গার দৃঢ় প্রত্যয়। বাছাই পর্বে সাধ্যের সবটুকু নিংড়ে দিতে প্রস্তুত শত শত স্বপ্ন সারথি। তাইতো অপেক্ষার প্রহরে দীর্ঘ সারি।

লম্বা পথ পরিক্রমায় এদের মধ্য থেকেই কেউ পড়বেন লাল সবুজের স্বপ্নিল জার্সি। হোম অফ ক্রিকেট কিংবা লর্ডসে বল হাতে ক্ষিপ্র আক্রমণে থাকবেন এদেরই কেউ। স্বপ্ন তাদের একটাই, বাংলাদেশের জন্য বল করতে চায় ওরা।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে