শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:৪৬:৫৫

সুবিধা হলো ভারতের, কপাল পুড়ল বাংলাদেশের!

সুবিধা হলো ভারতের, কপাল পুড়ল বাংলাদেশের!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রায় এক মাসের সফর শেষ করেছে ভারত। পূর্ণাঙ্গ সিরিজে তারাই শেষ পর্যন্ত এগিয়ে ছিল। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারীরা। 

তবে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। দ্বিতীয় টেস্টে ভারতের জয়ে কপাল পুড়েছে বাংলাদেশেরও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আজ (বৃহস্পতিবার) বেশ কয়েকটা রদবদল হয়েছে। যেখানে পিছিয়েছে টাইগাররা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এদিন সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ উপহার দিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। দু’দল চার ইনিংসে সবমিলিয়ে মাত্র ৬৪২ বল (১০৭ ওভার) খেলেছে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা পুঁজি ছিল মাত্র ১৭৬ রানের। কিন্তু প্রথম ইনিংসে তাদের চেয়ে ভারত ৯৮ রানের লিডে এগিয়ে থাকায়, তাদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৯ রানের। যা ভারত ৭ উইকেট হাতে রেখে পার করেছে। এর মাধ্যমে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেল ভারত।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী— এক ম্যাচ জিতলে ওই দলের নামের পাশে ১২ পয়েন্ট করে বসবে। যা এদিন ভারতও পেয়েছে। সবমিলিয়ে ৪ ম্যাচে দুই জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে ২৬ পয়েন্ট পেয়েছে রোহিত শর্মার দল। শতাংশের (৫৪.১৬) হিসেবে তারা এগিয়ে থাকায় উঠে গেছে এক নম্বরে। ফলে আগে শীর্ষে থাকা প্রো

ছয় থেকে এক লাফে শীর্ষে এলো ভারত
একইভাবে একধাপ করে পিছিয়ে তিনে নিউজিল্যান্ড, চারে অস্ট্রেলিয়া এবং পাঁচে নেমে গেছে বাংলাদেশ। কিউইরা ২ ম্যাচে পেয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। একটি করে জয় ও হার নিয়ে তাদের পয়েন্ট ১২। তিনে থাকা অস্ট্রেলিয়া ৭ ম্যাচে চার জয়, দুই হার এবং এক ড্র নিয়ে ৪২ পয়েন্ট পেয়েছে। তাদেরও পয়েন্ট ৫০ শতাংশ। কিউইদের মতো দুই ম্যাচে একটি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট বাংলাদেশের।

পিছিয়েছে শান মাসুদের দল পাকিস্তানও। ছয়ে থাকা দলটি ৪ ম্যাচে দুটি করে জয় ও হার নিয়ে পেয়েছে ২২ পয়েন্ট। দুটি ম্যাচ জিতলেও মন্থর ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। সেই কারণে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। সে হিসেবে ভারত বড় লাফ দিয়েছে। ৬ নম্বর থেকে শীর্ষে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচে পেয়েছে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট। ইংল্যান্ড পাঁচ ম্যাচে পেয়েছে ১৫ শতাংশ পয়েন্ট। শ্রীলঙ্কা দু’টি ম্যাচ খেললেও এখনও কোনো পয়েন্ট পায়নি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়ম
এক ম্যাচ জিতলে বরাদ্দ ১২ পয়েন্ট। ফলাফল ড্র হলে ৪ পয়েন্ট করে পাবে দুই দল। হারলে কোনো পয়েন্ট নেই। তবে পয়েন্ট নয়, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে লিগ তালিকায় গুরুত্ব পায় মোট পয়েন্টের প্রাপ্ত শতাংশ। কোনো দল যদি চারটি ম্যাচ জেতে, তাহলে প্রতি ম্যাচে ১২ পয়েন্ট করে ৪৮ পয়েন্ট পাওয়ার কথা। যদি পুরো পয়েন্ট পায় তাহলে সেই দল পাবে ১০০ শতাংশ পয়েন্ট। একটি মাত্র ম্যাচ জিতলে ৪৮ পয়েন্টের মধ্যে ১২ পয়েন্ট পাওয়ায় সেই পয়েন্ট শতাংশের ভিত্তিতে ক্রমতালিকায় জায়গা পাবে ওই দল। ৪৮-এর মধ্যে ১২ পয়েন্ট মানে ২৫ শতাংশ পয়েন্ট।

যে কারণে পয়েন্ট শতাংশের হিসাব
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে পয়েন্ট শতাংশের ভিত্তিতে নয়, পয়েন্টের বিচারেই হিসাব করা হত। পরে সেই নিয়মে বদল আনা হয়। যেহেতু সব দল সমসংখ্যক টেস্ট খেলে না, তাই পয়েন্ট টেবিলে শতাংশের হিসাব করা হয়। এর ফলে কোনো দল কম ম্যাচ খেললেও, বাড়তি সুবিধা পায় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে