শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫:৪৭

বড় একটি দুঃশ্চিন্তা কেটে গেল ব্রাজিল ফুটবল দলের!

বড় একটি দুঃশ্চিন্তা কেটে গেল ব্রাজিল ফুটবল দলের!

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ব্রাজিলের মাঠে ও মাঠে বাইরে সময়টা একবারেই ভালো যাচ্ছে না। গত এক মাসে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পদ নিয়েই ঘটে গেছে অনেক ঘটনা। 

গেল বছরের ডিসেম্বরে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় সিবিএফ সভাপতি এনদালদো রদ্রিগেজকে। তবে উচ্চ আদালতের রায়ে আবারও পদ ফিরে পেতে যাচ্ছে রদ্রিগেজ। এমনটাই জানিয়েছে রয়টার্স। আর এতে বড় একটি দুঃশ্চিন্তা কেটে ব্রাজিল ফুটবল দলের!

সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি রদ্রিগেজকে পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, ‘আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায়ের প্রভাবকে স্থগিত করছি। 

পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।’

তাৎক্ষণিকভাবে সভাপতির পদ ফিরে পেলেও চূড়ান্তভাবে পদে ফিরতে রদ্রিগেজকে আর বেশিকিছু দিন অপেক্ষা করতে হবে। দেশটির সুপ্রিম কোর্টের ১১ সদস্য মিলে এই বিষয়ে অধিক যাচাইবাছাইয়ের পর চূড়ান্ত রায় দেবেন। 

এদিকে আদালতের সিদ্ধান্তে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া জোসে পেরদিজকেও এখন সরে যেতে হবে। তবে বার্তা সংস্থা এপির পক্ষ থেকে পেরদিজ ও এনদালদোর মুখপাত্রর সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে রদ্রিগেজকে সরানোর পর ডিসেম্বরের শেষ দিকে চিঠি পাঠিয়ে সিবিএফকে সতর্ক করেছিল ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সেই সতর্কবার্তায় বলা হয়, এ দুটি সংস্থার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। একই সঙ্গে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকিও দেয় ফিফা ও কনমেবল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে