সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫২:১০

ছোট বেলায় বিস্কুটের লোভে হেডে গোল করতেন মেসি

ছোট বেলায় বিস্কুটের লোভে হেডে গোল করতেন মেসি

স্পোর্টস ডেস্ক: বরাবরই হেডে গোলে দেয়ার ক্ষেত্রে খানিকটা দূর্বল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এ যাবত কাল মেসি যত গুলো প্রতিপক্ষ জালে বল জড়িয়েছেন তার বেশিরভাগই বা পায়ের জাদুতে। স্বীকার করে নিতে হবে রোনালদো কিংবা নেইমারের চেয়ে হেডে দুর্বল তিনি। কালেভাদ্রে তার মাথা স্পর্শ করে প্রতিপক্ষের জালে বল জড়ায়।

তবে হেডে তিনি যে গোলই করুণ না কেন, তাতে অবদান কিন্তু তার বাল্যকালের গুরুর। ছোটবেলা থেকেই মেসি মাথা দিয়ে গোল করতে পছন্দ করতে না। মূলত তুলনামূলক বেটে হওয়াতে সম্ভবত তার এমন অবিরুচি। মেসির ছোটবেলার গুরু কার্লোস মার্কনি মেসির হেডে গোল শেখানোর রহস্য ফাঁস করলেন। সেখানে ফুঁটে উঠেছে অন্য এক বিস্কুটলোভী মেসির ছবি। তথ্যসূত্র : মানবজমিন

ঘটনা হল, ছোটবেলায় মেসির পছন্দের ছিল চকোলেট কুকিজ। আর এই জিনিসের লোভেই এক সময় হেডে গোল করতে শেখেন তিনি। বিষয়টি নিয়ে তার বাল্যকালের কোচ কার্লোস বলেন, ‘তাকে (মেসি) একদিন বলি হেডে গোল করলে তোমাকে চকোলেট কুকিজ দেব।’ কোচের কাছ থেকে এমন প্রস্তাবেই ড়র ভয় ছেড়ে হেডে গোল করা শুরু করে দেন মেসি। তখন চারটি গোল করেছিলেন। কোচও তাকে চারটি কুকিজ দেন। তবে সে গোলগুলোর একটাও হেডে ছিল না। পরে কার্লোস ছোট্ট মেসিকে বলেন, ‘হেডে গোল করলে, তোমাকে গোলপ্রতি দুটো করে কুকিজ দেব।’ এরপর মেসি প্রতিপক্ষের সবাইকে কাটিয়ে হেডে গোল করেই গ্যালারিতে বসে থাকা কোচের দিকে ইশারা করে দুই আঙুল দেখান মেসি। যার অর্থ, এবার কিন্তু আমাকে দুটো বিস্কুট দিতে হবে।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে