সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৯:৪১

যুব বিশ্বকাপের সেমিফাইনালে কখন কে কার বিপক্ষে মাঠে নামছে?

যুব বিশ্বকাপের সেমিফাইনালে কখন কে কার বিপক্ষে মাঠে নামছে?

স্পোর্টস ডেস্ক : যুবাদের বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ সেসন সামনে। সেমিফাইনাল ও ফাইনাল। এরই মধ্যে আসর থেকে বিদায় নিয়েছে ১২ টি দল।

সেমিফাইনাল নিশ্চিত করেছে ৪টি দেশ। এশিয়ার ৩টি দেশ রয়েছে এখানে। এই ৩টি দেশ হলো বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা।

ধারনা করা হয়েছিল সেমিফাইনালে ৪টি দেশই এশিয়ার হবে। কিন্তু ক্যারিবীয়রা হারিয়েছে পাকিস্তানকে। আর যুব বিশ্বকাপের সেমিফাইনালে কখন কে কার বিপক্ষে মাঠে নামছে সেটা চূড়ান্ত হয়েছে এর মাধ্যমে।

৯ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে লড়াই হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে নামবে বাংলাদেশ।

এর পরে বিশ্বকাপের রংয়ে ঢংয়ে পুরোপুরি সাজবে মিরপুরের জাতীয় স্টেডিয়াম। ১৪ ফেব্রুয়ারি হবে সেমিফাইনালে জয় পাওয়া দুটি দলের মহারণ।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে