স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউটের অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রেমের সম্পর্ক অনেকই জানেন। তারা দুইজন এখনো প্রেম করেছেন। অথচ বিরাটকে বিয়ে করতে নারাজ অনুষ্কা শর্মা! বি-টাউনের অন্দরে কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। অনেকেই বলছেন, খবরটা ঠিক। আর সে কারণেই বিরাট-অনুষ্কার বিচ্ছেদের জল্পনা আরও গভীর হচ্ছে বলে ধারণা বলি মহলের একাংশের। কিন্তু বিষয়টা আদৌ কতটা সত্যি?
অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর সাময়িক সমস্যা তৈরি হয়েছে ঠিকই। কিন্তু এখনও বিরাট অনুষ্কাকেই ভালবাসেন। তাঁর কাছেই ফিরে আসতে চান। তাই ভ্যালেন্টাইস ডে-র আগে অনুষ্কাকে কোহলি লাভ লেটার পাঠালেন।
ঘনিষ্ঠ মহলে বিরাট বলেছেন, যে কোনও মূল্যে জীবনে অনুষ্কাকে ফিরে পেতে চান তিনি। সে জন্য অপেক্ষা করতেও রাজি এই ক্রিকেটার।বলিউ়ডে অনুষ্কার ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে,এই সম্পর্ক নিয়ে বিরাট-অনুষ্কা দু’জনেই কমিটে়ড। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ হয়েছে।
অনুষ্কার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি শীর্ষ স্থায়ীয় গণমাধ্যম জানিয়েছে, বিরাট অনুষ্কাকে এ বছরই বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তাতে বেঁকে বসেন নায়িকা। আপাতত তিনি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়ে বিয়ে করলে তা তাঁর ক্যারিয়ারের জন্য বাধা হতে পারে বলে মনে করেন নায়িকা। সে কারণেই আগামী বছর অর্থাত্ ২০১৭-তে বিয়ে করতে চান তিনি।
ঠিক এই বিষয় নিয়েই মনোমালিন্য হয় এই হবু দম্পতির। এ ছাড়াও যান্ত্রিক সমস্যার কারণে বিরাটের ইনস্টাগ্রাম থেকেও বাদ পড়েন অনুষ্কা। সব মিলিয়ে বলি সেলেবদের বিচ্ছেদ তালিকায় আরও একটা নাম যোগ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না ইন্ডাস্ট্রি।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস