শনিবার, ০৬ জানুয়ারী, ২০২৪, ১০:১২:২৩

বাংলাদেশে এই প্রথম ব্যাট কোম্পানি আমরা নিয়ে এসেছি: মিরাজ

বাংলাদেশে এই প্রথম ব্যাট কোম্পানি আমরা নিয়ে এসেছি: মিরাজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাট প্রস্তুতকারক কোম্পানি এমকে স্পোর্টস। যার মালিকানায় আছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ। গত বছর পথচলা শুরু করা এই কোম্পানি এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হয়েছে।

বাংলাদেশ যুবদলের ব্যাট এবং সংশ্লিষ্ট সরঞ্জাম দেবে এই কোম্পানিটি। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশ যুব দলের সঙ্গে যাত্রা শুরু করবে এমকে স্পোর্টস। আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার মিরাজ।

তিনি বলেন, 'চিন্তা ছিল শুরু করব অনূর্ধ্ব-১৯ থেকে। যেহেতু তারা বিশ্বকাপ খেলতে যাবে এটা আমাদের আগে থেকেই লক্ষ্য ছিল। তিনজন মিলে সবাই খুব দ্রুত ব্যবস্থা করেছে কীভাবে দেওয়া যায়। 

যেহেতু ওরা বিশ্বকাপ খেলতে যাবে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। নিজেদের দেশের কোম্পানির (ব্যাট) দিয়ে খেলবে। এটা আমার কাছে ভালো লাগছে। ওদের কাছেও অবশ্যই ভালো লাগার বিষয় থাকবে এটা।’

‘তাদের সাথে এক বছরের চুক্তি হয়েছে। ৪টা করে ব্যাট, ৬ জোড়া গ্লাভস, ২টা করে প্যাড দেব। পরে লাগলে আমরা তাদের আরো (অতিরিক্ত) দেব। ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।'

এই কোম্পানি প্রতিষ্ঠার পেছনে গল্প জানাতে গিয়ে মিরাজ বলেন, 'বাংলাদেশে এই প্রথম ব্যাট কোম্পানি আমরা নিয়ে এসেছি। ইমরুল কায়েস ভাই অনেকদিন ধরে চিন্তা-ভাবনা করছিলেন বাংলাদেশে কীভাবে একটা ব্যাট কোম্পানি করা যায়। 

তার সাথে আমাদের আরেকজন পার্টনার আছেন শাহীন ভাই, তিনিও পরিচিত মুখ। আরেকজন আছেন আজাদ ভাই, যুক্তরাজ্যে থাকেন। আমি যেহেতু ক্রিকেট খেলছি খুব বেশি সময় পাই না এই তিনজনই অনেক গুছিয়ে নিয়ে এসেছে। আমার ভূমিকা খুব কম।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে