সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৪:১৬

আইপিএলে পাওয়া টাকায় মাথা ঘুরাবে দ্রাবিড়ের ছাত্রদের

আইপিএলে পাওয়া টাকায় মাথা ঘুরাবে দ্রাবিড়ের ছাত্রদের

স্পোর্টস ডেস্ক: আইপিএল নিলামে চড়া দাম দিয়ে যেভাবে ভারতীয় অর্নূধ্ব-১৯ ক্রিকেটারদের কিনে নিয়েছে নবম আসরের দলগুলো। তাতে কোনো সুফল দেখছেন না ভারতীয় অর্নূধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিলামে পাওয়া টাকা উঠতি ক্রিকেটারদের মাথা ঘুরাতে পারে।

বাংলাদেশে চলমান যুব বিশ্বকাপে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে রাহুল দ্রাবিড়ের ভারত৷ আগামী মঙ্গলবার সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯৷ তার আগে আইপিএল-এ সুযোগ খেলোয়াড়দের সতর্ক করলেন কোচ রাহুল দ্রাবিড়৷

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (আইপিএল)-এর অর্নূধ্ব-১৯ দল থেকে সুযোগ পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার। তারা সবাই রয়েছেন দ্রাবিড়ের বিশ্বকাপ দলে৷

গেল শনিবার বেঙ্গালুরুতে আইপিএল নিলামে ১ কোটি ৯ লাখ রুপিতে দল পেয়েছেন যুব বিশ্বকাপ দলের অন্যতম সদস্য রিসভ পন্ত৷ এছাড়াও অধিনায়ক ইশান কিশান রয়েছেন  এবারে আইপিএল আসরে।

আইপিএলের নিলামে সেই ঠাকায় ফেয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যা ফোকাস নষ্ট না-হয়ে যায় তা নিয়ে দলকে সতর্ক করেন কোচ দ্রাবিড়৷

কোচ দ্রাবিড় আইপিএল নিলামের সকল ক্রিকেটারদের বলে দিয়েছেন, বিশ্বকাপে মনোসংযোগ করতে । বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিলামে পাওয়া টাকা উঠতি ক্রিকেটারদের মাথা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন দ্রাবিড়৷
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে