স্পোর্টস ডেস্ক : মাগুরা-১ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক আওয়ামী লীগের হয়ে ভোটে জিতে সাংসদ হলেন। ভোটে জিতলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।
অধিনায়ক সাকিব এখন থেকে রাজনৈতিক নেতা। মাগুরা-১ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। জানা গেছে, সাকিব সেখানে পেয়েছেন ১,৮৫,৩৮৮টি ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫,৯৯৪ ভোট। অর্থাৎ, প্রথম বার ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে সাংসদ হলেন সাকিব।
সাকিব বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার, যিনি সাংসদ হলেন। এর আগে নাঈমুর রহমান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন। নাঈমুর রহমান দুর্জয় প্রথম বার জিতেছিলেন ২০১৪ সালে। পরে ২০১৮ সালে ভোটে জিতেছিলেন তিনি। মোর্তাজা প্রথম বার জিতেছিলেন ২০১৮ সালে। এইবারেও ভোটে দাঁড়িয়েছেন তিনি।
সাকিব যদিও ক্রিকেট থেকে বিদায় নেননি। তিনি ক্রিকেট এবং রাজনীতি, দু’টি ময়দানই একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব। সেই দলের হয়ে মাঠে নামবেন তিনি।