সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪, ১১:৪২:৩৯

ক্রিকেট থেকে অবসরের পর যা করতে চান ওয়ার্নার

ক্রিকেট থেকে অবসরের পর যা করতে চান ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। বিদায় জানিয়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকেও। 

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট আর বিশ্বব্যাপী সব ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগের দিকেই এখন নজর রাখছেন এই অজি ব্যাটার। তবু তার হাতে এই মুহূর্তে ওয়ার্নারের জীবনে আছে অখণ্ড অবসর। 

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন যে তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন নিজের পরিবার ও আত্মীয় স্বজনের কাছে তাকে সমর্থন করে যাওয়ার জন্য। তবে এবার তিনি জানালেন অবসরের পরবর্তী ভাবনা। অজি তারকা ব্যাটার জানালেন, এবার তাকে দেখা যাবে কমেন্ট্রি বক্সে অর্থাৎ ধারাভাষ্য করতে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওয়ার্নার নিজের পরিকল্পনা নিয়ে জানালেন , ‘সময় এসে গেছে আমার জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে হাটার। 

আমি এতদিন ধরে যা কিছু শিখেছি, সবকিছু প্রয়োগ করবো এবং সর্বদা নিজের আদর্শ মেনে চলবো। যতদিন আমি ক্রিকেটের ময়দানে সময় কাটিয়েছি, ততদিনই সেগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। অনেক কিছু শিখেছি এই এতগুলো বছর ধরে। আমি সত্যিই গর্বিত অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে পেরে।

এরপরই তিনি জানান আগামীদিনে কি দায়িত্বে দেখা যাবে তাকে। বললেন, ‘এবার পরবর্তী দিনে আমি কি করবো সেগুলিও আমি ঠিক করে নিয়েছি। 

খুব শীঘ্রই আমাকে কমেন্ট্রি বক্সে দেখা যাবে ধারাভাষ্য করতে। কমেন্ট্রি বক্স থেকে দেখব আমার দল কেমন পারফর্ম করছে মাঠে এবং ওদের এগোতে দেখলে আমি সত্যিই খুব খুশি হব।’

বাঁ হাতি এই ওপেনার সম্প্রতি ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ওয়ার্নার টেস্টে দেশের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক। ১১২ ম্যাচে ৮ হাজার ৭৮৬ রান করেছেন তিনি। তাতে ৪৪.৫৯ গড়ে ২৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আছে ৩৭টি অর্ধশতক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে