সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৭:০৭

বাংলাদেশে এসে মুস্তাফিজকে নিয়ে একি বললেন রাহুল দ্রাবিড়!

বাংলাদেশে এসে মুস্তাফিজকে নিয়ে একি বললেন রাহুল দ্রাবিড়!

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও অধিনায়ক রাহুল দ্রাবিড় বাংলাদেশ সফরে আসেন। ক্রিকেটের একটি বড় নাম মুস্তাফিজুর রহমান সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে।

রাহুল অবাক হওয়ার মত কথা বলেছেন এই বিষয়ে। রাহুল দ্রাবিড় বাংলাদেশ সফরে আসেন মূলতঃ নিজ দেশের যুবদলের ক্রিকেট গুরু হিসাবে।

সোমবার মিরপুরে এক সাক্ষাৎকারে মুস্তাফিজ সম্পর্কে একি বললেন তিনি! রাহুল দ্রাবিড় বলেন, মুস্তাফিজের খেলা দেখা হয়নি আমার।

তাই তাকে নিয়ে পরিস্কার কোনো মন্তব্য করতে পারছি না।  তবে আমি অন্যদের কাছ থেকে শুনেছি ও নাকি ভালো বল করেন।

মুস্তাফিজ যখন ক্রিকেট ভূবনের ভাইরাল তখন রাহুল দ্রাবিড়ের এমন উক্তি হাস্যরসের সৃষ্টি করেছে। ভারতে মুস্তাফিজের মত নতুন মুস্তাফিজকে খোঁজার চেষ্টা করা হয় সেটাও নাকি তার জানার বাইরে!
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে