স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে বাংলাদেশ নামক দেশের হাটিহাটি পা পা করে চললেও এখন বাংলাদেশের ক্রিকেট ছুটছে দুরন্ত গতিতে। তা মানলেন ভারতীয় দলের এক সময়কার ‘দ্য ওয়াল’ খ্যাত ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
বর্তমান বিশ্বে বাংলাদেশ জাতীয় দল যেমন ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছেন তেমনি বাংলার যুব টাইগাররাও সাম্প্রতিক চোখ জুড়ানো পারফর্ম করে যাচ্ছে। জাতীয় দলের তারকারা যেমন দাপটের সাথে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছেন। তেমনি যুব টাইগার দলও কোনো শক্তিশালী দলকে ভয় পাচ্ছেন না। ক্রিকেটবিশ্বে তার অনেকটাই প্রমাণ পেয়েছেন বাংলাদেশ চলমান যুব বিশ্বকাপে যুব মিরাজদের ধারাবাহিক জয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন উন্নতি দেখে অনেকাই মুগ্ধতার কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা প্রথম সেমি ফাইনালের সংবাদ সম্মেলনে এসে টাইগারদের প্রশংসায় বসে যান তিনি।
এসময় তিনি বলেন, গত কয়েক বছর ধরে অসাধারণ সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। বিশেষ করে নিজেদের মাটিতে এবং সীমিত ওভারের ক্রিকেটে যে তারা এখন অনেক ভালো দল, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। এছাড়াও বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়েরই প্রশংসা করেছেন। যেমন সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি আর মাহমুদউল্লাহ এবং কাটার বয় মুস্তাফিজুর রহমানের প্রশংসায় অনেটাই পঞ্চমুখ ছিলেন দ্রাবিড়।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস