মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:০৩:১৬

ঢাকায় আসছেন ডি মারিয়া, আসবেন মেসিও? যা জানা গেল

ঢাকায় আসছেন ডি মারিয়া, আসবেন মেসিও? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন নান্দনিক ফুটবল যারা ভালোবাসেন, তাদের কাছে মেসি-ডি মারিয়ারা একরকম স্বপ্নের মানুষ। চাওয়ার মতো চাইলে কখনও কখনও স্বপ্নকেও কাছে পাওয়া যায়। এবার হয়ত সেই চাওয়াই পূরণ হতে চলেছে। বাংলাদেশে আসছেন আনহেল ডি মারিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন ওপার বাংলার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। যিনি এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন।

এ খবরেই রীতিমত আনন্দে ভাসবেন লাতিন ফুটবলের ভক্তরা। কিন্তু এখানেই উল্লাসের দাঁড়ি টানা হচ্ছে না। বাকি আছে আরও। ডি মারিয়ার পরই আনার চেষ্টা করবেন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে।

শতদ্রু জানালেন, এরইমধ্যে নাকি মেসিকে আসার প্রস্তাব দেয়াই আছে। এ নিয়ে অনেক দিন ধরে কথাও চলছে। তবে সময় পাওয়াটা একটু কঠিন। যদি সব মিলে যায়, তবে ডি মারিয়ার পর চলে আসতে পারেন মেসিও।

চমক আরও রাখলেন শতদ্রু। বললেন, ডি মারিয়া-মেসি আসা হয়ে গেলে টার্গেট রাখবেন রোনালদোর দিকে। জানালেন, সিআরসেভেন যেহেতু সৌদিতেই আছেন, তাই তাকে আনা মেসির মতো অত কঠিন হবে না। তবে, সবই অত্যন্ত খরচের ব্যাপার বলে উল্লেখ করেন তিনি।

ডি মারিয়া কখন আসবেন বাংলাদেশে, এমন প্রশ্নে শতদ্রু দত্ত বলেন, ২০ মে থেকে ৫ জুনের মধ্যে একটা সময় আপাতত ঠিক করা আছে। আশা করা যাচ্ছে, এরমধ্যেই আসবেন তিনি।

ঢাকায় ডি মারিয়া দেড় দিন থাকবেন বলেও জানান এই স্পোর্টস প্রমোটার। বলেন, সাধারণ ফ্যানদের সাথে একটা প্রোগ্রাম থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। এছাড়া নারী ফুটবল সংশ্লিষ্ট বিষয় নিয়েও আয়োজন থাকবে।

এ মাসেই শতদ্রু দত্ত ঢাকায় আসবেন বলে জানান। বলেন, এসে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে কথা বলবেন। আলোচনার ইচ্ছা আছে ফুটবল ফেডারেশনের সঙ্গে বসারও। সবাইকে নিয়েই আয়োজন করতে চান বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে