সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫১:৩৫

ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটকে চূড়ান্ত বিদায় দিলেন ম্যাককালাম

ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটকে চূড়ান্ত বিদায় দিলেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: বিদায়ী ওয়ানডেতে ক্যারিয়ারের দুইশতম ছক্কা মেরেছেন ব্রেন্ডন ম্যাককালাম। রান, ক্যাচ, ডিসমিসাল, নেতৃত্ব-সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যানে নিউ জিল্যান্ডের ক্রিকেটে তিনি থাকছেন সেরাদের উচ্চতায়।

ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম কিছু দিন আগে। এবার বিদায়ী ওয়ানডেতে ছুঁলেন ছক্কার আরেকটি মাইলফলক। ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি!

মাইলফলক ছুঁতে শেষ ওয়ানডেতে ৩টি ছক্কা প্রয়োজন ছিল ম্যাককালামের। ২৭ বলে ৪৭ রানের সহজাত ঝড়ো ইনিংসের পথে ঠিকই মেরেছেন কাঙ্ক্ষিত তিন ছক্কা। তিনটিতেই শিকার তরুণ অসি পেসার স্কট বোল্যান্ড। লং অফ দিয়ে দুটি ছক্কা মারার পর চোখধাঁধানো এক ফ্লিক শটে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে স্পর্শ করেছেন মাইলফলক। ক্যারিয়ার শেষ করলেন ঠিক ২০০ ছক্কায়।

ম্যাককালাম ছাড়া ওয়ানডেতে দুইশ ছক্কা মেরেছেন আর মাত্র তিন জন। ২৩৮টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল, ২৭০ টি সনাৎ জয়াসুরিয়া। আর সবার থেকে অনেক অনেক এগিয়ে থেকে শীর্ষে শহিদ আফ্রিদি, মেরেছেন ৩৫১টি ছক্কা!
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে