সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:০০:৫৩

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের হার-জিতের পরিসংখ্যান

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের হার-জিতের পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে চলছে যুব বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে সেমিফাইনালে বাংলাদেশের পতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে কেমন খেলবে বাংলাদেশ? এ বিষয়ে মন্তব্য করার আগে চলুন এই দুই দলের মধ্যে হার-জিতের একটা পরিসংখ্যান দেখে নিই।

পরিসংখ্যানটা দেখে ‘বড়’দের একটু ঈর্ষা হতেই পারে। ক্যারিবীয়দের বিপক্ষে ‘ছোট’রা সত্যিই দুর্দান্ত!

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে ২৮ বার মুখোমুখি হয়ে মাত্র ৭ ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত, বাকি ১৯টি ম্যাচই পরাজয়ের গল্প।

যুব ওয়ানডের পরিসংখ্যানটা ঠিক উল্টো। সেখানে বাংলাদেশ যুবাদের বীরত্বগাথা। এখনো পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়ে ১২ ম্যাচে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঠিক আগে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে তো ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে দাঁড়াতেই দেননি মেহেদী হাসান মিরাজরা। যুব বিশ্বকাপেও দুই দলের পরিসংখ্যান ঝুঁকে আছে বাংলাদেশের দিকে। তিনবার মুখোমুখি হয়ে দুবার জিতেছে বাংলাদেশ যুব দল। ২০১০ যুব বিশ্বকাপে যে ম্যাচটি বাংলাদেশ হেরেছিল, সেটিও মাত্র ১ রানে।
এত পরিসংখ্যান তুলে ধরার গূঢ়ার্থ নিশ্চয় বুঝতে পারছেন। ১১ ফেব্রুয়ারি যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এই ওয়েস্ট ইন্ডিজ। সেদিনই দেখা যাবে বাংলাদেশ আসলে কি করবে।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে