সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১১:০৭

মাবিয়ার পর এবার দশ বছরের রেকর্ড ভেঙে সোনা জিতলেন মাহফুজা

মাবিয়ার পর এবার দশ বছরের রেকর্ড ভেঙে সোনা জিতলেন মাহফুজা

স্পোর্টস ডেস্ক: দ্বাদশ দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিয়েছেন মাবিয়া আক্তার। তাই তো পদক বিতরণীর মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকাকে সবার উপরে তুলে অঝোরে কেঁদেছিলেন স্বর্ণ জয়ী এই মহিয়ূসী।

১৮ বছর বয়সী ভারোত্তোলকের এই কীর্তির পর সাঁতার পুলেও প্রত্যাশা ছাড়িয়েছেন আরেক বাঙালি নারী। সাঁতারের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মাহফুজা খাতুন শিলা আজ নতুন রেকর্ড গড়ে জিতেছেন ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকের সোনা।

সোমবার এসএ গেমসের সাতার ইভেন্টে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে তিনি স্বর্ণপদক জয়লাভ করেন। এটি চলমান গেমসে বাংলাদেশের তৃতীয় ও তার দ্বিতীয় স্বর্ণপদক।

সোনা জিততে মাহফুজা ভেঙেছেন দশ বছরের পুরোনো রেকর্ড। ৩৪.৮৮ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন ২০০৬ সালের কলম্বো গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির টাইমিং (৩৪.৯৮)।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে