স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের প্লেট পর্বের প্লে-অফ সেমিফাইনালে ফিজি অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়েছে স্কটল্যান্ড। তার আজ ৭৬ রানের বিশাল ব্যবধানে ফিজিকে হারিয়েছে। ২২৬ রানের টার্গেটে খেলতে নেমে ৪২.২ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ফিজি যুবারা।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ফিজি। তবে ৫ম উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেন পেনি ভুনিওয়াকা। তার ৮০ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ১৮৯ রান পর্যন্ত যায় ফিজি।
স্কটিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন ক্যামেরুন স্লোমান ও ফিনেল ম্যাকক্রেথ।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ স্কটিশ যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ম্যাকক্রেথ। এছাড়া ৩৯ রান করেন ওয়াইস শাহ।
ফিজির পক্ষে চার উইকেট তুলে নেন চাকাচাকা তিকোইসুভা। আর দুটি করে উইকেট নেন ভুনিওয়াকা ও জোসাইয়া বেলেসিকোইবিয়া।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম