সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৫:৩২

নতুন এক বোলারের তাণ্ডব, ৬ বলে ৬ উইকেট, সবাই বোল্ড

নতুন এক বোলারের তাণ্ডব, ৬ বলে ৬ উইকেট, সবাই বোল্ড

স্পোর্টস ডেস্ক: বল হাতে দারুণ উপভোগ করছেন নতুন প্রজন্মের এই বোলার। নিজের এক ওভারে দুই-তিন জন ব্যাটসম্যানকে নয়, ছয়জনকে সাজঘরে ফিরেছেন। ক্রিকেট দুনিয়া এমন ঘটনা তো প্রায়ই দেখা যায়। কিন্তু এক ওভারে ৬ উইকেট! নিউ জিল্যান্ডের ইতিহাসে এ প্রথম বিরল ঘটনার জন্ম দিয়েছেন ৮ বছর বয়সের এক শিশু।

রোববার নিউ জিল্যান্ডের একটি শীর্ষ স্থানীয় গণমাধ্যমে এ ক্ষুদ্র বোলার লুক মার্শকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। তিনি নাকি, শুক্রবার ডুনেডিনের কাইকোরাই বনাম টাইয়েরির ম্যাচে এ কীর্তি গড়েন।

লুক মার্শ মাঠে নামেন কাইকোরাই দলের হয়ে। বল হাতে মাঠে নেমেই ৮ উইকেট সংগ্রহ করেছেন দুই ওভারে। লুক মার্শ তার প্রথম ওভারে তুলে নেন ৬ উইকেট। আর পরবর্তী ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নিয়েছেন দুইটি উইকেট। বোলিংয়ে এই শিশুর নয়া কীর্তি দেখে ইতিমধ্যে তাঁকে নিয়ে টানাটানি শুরু করে দিয়ে ডুনেডিনের অনেক দল।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে