বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ০৬:১৮:২১

বাংলাদেশ বানান ভুল, ধরিয়ে দিলেন ইমরুল কায়েস

বাংলাদেশ বানান ভুল, ধরিয়ে দিলেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার ইমরুল কায়েস চ্যারিটি টুর্নামেন্টে অংশ নিতে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। 

অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট শেষে হংকং হয়ে দেশে ফেরার সময় আগমনী কার্ডে বড় এক ভুল পেয়েছেন তিনি। আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। 

ইংরেজিতে Bangladesh এর পরিবর্তে ‘Bnagladesh’ লেখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ বানান ভুল নিয়ে একটা পোস্ট শেয়ার করেছেন ইমরুল। তিনি লিখেছেন, ‘মানুষ মাত্রই ভুল করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুল থাকে, যেগুলো খুব সহজে মেনে নেওয়াটা খুবই কঠিন। আমি হংকং থেকে বাংলাদেশের ফ্লাইটে আসার পথে বাংলাদেশের এরাইবাল কার্ডে দেখলাম বাংলাদেশের নামটি স্পেলিংয়ে মিসটেক করা হয়েছে।’ 

জাতীয় দলের হয়ে ৭৮টি ওয়ানডে, ৩৯টি টেস্ট আর ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরি আর ২০টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৩৫০ রান করেন কায়েস।

৩৭ বছর ছুঁই ছুঁই এই তারকা ক্রিকেটার আরও লিখেছেন, ‘আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশি বন্ধু ছিল একই ফ্লাইটে, ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায়, এরপর আমাকে বলে যে তোমাদের দেশে কী হয়। এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল, বাট আমি ওদের কোনোরকম বুঝিয়েছি যে এটা প্রিন্টিং মিসটেক হতে পারে।’ 

ইমরুল আরও লিখেন, ‘আমার প্রশ্ন হলো, যারা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন, তারা কী একটিবারের জন্য এটা দেখেন নাই? এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয় এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়...।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে