সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৪:৪৪

২৮ ওভার হাতে রেখে বিশাল ব্যবধানে জিতে ফাইনালে জিম্বাবুয়ে

২৮ ওভার হাতে রেখে বিশাল ব্যবধানে জিতে ফাইনালে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের প্লেট পর্বে প্লে-অফ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ ওভার হাতে রেখে আট উইকেটের বড় ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ ওভারেই জয় জয় তুলে নেয় দলটি।

এদিন টস জিতে ফিল্ডিং করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের কাছে সম্পূর্ণ পরাস্থ হয় প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯.৫ ওভারে মাত্র ৯১ রানে অল আউট হয় দলটি। দলের পক্ষে রিভালদো মোনসামি সর্বোচ্চ ৩২ রান করেন।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে রিচার্ড এনগ্রাভা ১০ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। এছড়াও দু’টি উইকেট নেন রুগারে মাগারিরা।

জবাবে ৯২ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে তরুণদের দুই ওপেনার ব্যর্থ হলেও রায়ান মারের ২৬ ও জার্মেই ইভসের ৩৪ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে ২২ ওভারেই জয় জয় তুলে নেয় দলটি।
ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগ্রাভা।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে