সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৬:৫৮

জমবে এবার পিএসএল, সাকিবের শত্রু তামিম

জমবে এবার পিএসএল,  সাকিবের শত্রু তামিম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি হার্ট হিটার তামিম ইকবালের ব্যাটিংয়ে টানা দুই ম্যাচে ভর করে জিতেছে পেশোয়ার জালমি। প্রথম ম্যাচে ৫১ বলে ৫১ রানের ইনিংসটা ঠিক তামিমসুলভ ছিল না। দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি। কিন্তু গতকাল নিজেদের তৃতীয় দিনের গর্জে উঠতে পারলেন না টাইগার তামিম। যদিও এদিন তামিমের ব্যাট থেকে আসে ১৪ রান। তামিম বর্থ্যর ফলে তৃতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হার মানতে হয়েছে জালমির। তারপর দলের এ ওপেনার ব্যাটসম্যানের উপর চতুর্থ ভালো খেলার প্রত্যাশা রয়েছেন জালমির নির্বাচকরা।    

অন্যদিকে সাকিবের করাচি কিংস তিন ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। সেটি প্রথম ম্যাচেই সাকিবের ৫১ রান ও এক উইকেট নেয়ার সুবাদে। যে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিবই। তবে পরের দুটি ম্যাচেই সাকিবরা হেরেছে। দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে করাচি হারে ৮ উইকেটে। এই ম্যাচে সাকিব ১৩ বলে করেন ১৭ রান। চার ওভারে ৪৩ রান নিয়ে পান একটি উইকেট। সর্বশেষ তৃতীয় ম্যাচে ইসলামাবাদের কাছে মাত্র দুই রানে হেরে যায় করাচি। যে ম্যাচে সাকিব দুই ওভারে ১১ রান দিয়ে পাননি কোন উইকেটের দেখা। ব্যাট হাতে ২২ বলে করেছেন ২০ রান।

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। অন্যদিকে তামিম ইকবাল খেলছেন পেশোয়ার জালমির হয়ে। দুটি দল তিনটি করে ম্যাচ খেলেছে। বুধবার পর্যন্ত কোন খেলা নেই দল দুটির। তবে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শারজায় মুখোমুখি হবে করাচি কিংস ও পেশোয়ার জালমি। একাদশে অনুমিতভাবেই থাকবেন তামিম ও সাকিব, এটাতে কোন সন্দেহ নেই। ফলে ভিন্ন দুটি দলের হয়ে সাকিব-তামিম প্রতিপক্ষ হয়ে কেমন লড়াই করেন, তাই যেন দেখার বিষয়। দুজন একে অপরে বাংলাদেশের জাতীয় দলের সতীর্থ। তার চেয়ে বড় কথা, দুজন বন্ধুও। এখন শুধু বৃহস্পতিবারের অপেক্ষায়। বন্ধু যখন শত্রু, এমন আবহের ম্যাচে কেমন করেন সাকিব-তামিম, তাই দেখার বিষয়।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে