স্পোর্টস ডেস্ক: আগামী মার্চে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের মূল আসরে খেলতে হলে বাংলাদেশকে উত্তীর্ণ হতে হবে বাছাইপর্ব। টাইগাররা রয়েছে বাছাইপর্বের ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, ওমান ও নেদারল্যান্ডস। এখান থেকে সেরা দলটিই খেলবে বিশ্বকাপের মূল পর্বে।
এদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপে থাকা আয়ারল্যান্ড। বিশ্বকাপের বাছাইপর্বে উইলিয়াম পোর্টারফিল্ডের নেতৃত্বাধীন এই আইরিশ দলের বিপক্ষে খেলবেন মাশরাফি বাহিনী।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অভিজ্ঞদের নিয়েই দল গড়েছেন আইরিশ নির্বাচকরা। এশিয়ার উইকেটের কথা মাথা রেখেই হয়তো দল গড়া হয়েছে আইরিশদের। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নতুন চমক রাখা হয়েছে ৩১ বছর বয়সী বয়ড র্যানকিনকে।
টি-২০ বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), বয়ড র্যানকিন, ম্যাক্স সোরেনসেন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়ং, অ্যান্ড্রু বলবার্নি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রাইন, নেইল ও’ব্রাইন, অ্যান্ড্রু পয়েন্টার ও স্টুয়ার্ট পয়ন্টার।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস