স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমে সুবিধা করতে পারেননি রোহিত শর্মা। রান আউটের ফাঁদে পড়ে ডাক খেয়েছেন অধিনায়ক।
তবে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি তার দলের। নিজে রান না পেলেও এদিন ভারতের জার্সিতে জয়ের ইতিহাস গড়েছেন রোহিত।
মোহালিতে রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে প্রথম বলটি খেলেছিলেন রোহিতই। পরের বলে ডাউন দ্য উইকেটে এসে অফ ড্রাইভ খেলেই রান নিতে ছুটতে থাকেন।
দৌড়ে যখন নন স্ট্রাইক প্রান্তে পৌঁছে যান প্রায়, তখন হতভম্ব হয়ে দেখেন, সেই প্রান্তের ব্যাটসম্যান শুবমান গিল সেখানেই আছেন! সঙ্গীর দিকে না তাকিয়ে গিল দেখছিলেন ফিল্ডারকে। ভুল বোঝাবুঝি হয়ে যায় তাতেই। রোহিতের তখন আর ক্রিজে ফেরার উপায় নেই।
রোহিত না পেলেও জয় পেয়েছে ভারত। অনভিজ্ঞ মিডল অর্ডার দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, নিজেদের প্রামণ করেছে। শিবম দুবে-জিতেশ শর্মাদের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে ভারত।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচ জয়ের সেঞ্চুরি করেছেন রোহিত। ৮৬টি জয় নিয়ে ভারত অধিনায়কের পরে আছেন শোয়েব মালিক। ৭৩ জয় নিয়ে তালিকার তিনে বিরাট কোহলি। ৭০টি করে জয় পেয়েছেন যৌথভাবে মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নাবি।
সবচেয়ে বেশি ১৪৯ ম্যাচ অবশ্য রোহিতই খেলেছেন। পরের ম্যাচে ১৫০ ম্যাচ পূরণ হবে তার প্রথম ক্রিকেটার হিসেবে। শোয়েব মালিকের ৮৬ জয় এসেছে ১২৪ ম্যাচে, কোহলির ৭৩ জয় ১১৫ ম্যাচ খেলে।