সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৮:১৫

ক্রিকেটের নয়া রেকর্ড, ৯ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট

ক্রিকেটের নয়া রেকর্ড, ৯ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে প্রতিদিনই কোন না কোন ঘটনার সৃষ্টি হচ্ছে। যা নিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে থাকে। তেমনই একটি অবিস্মরণীয় রেকর্ড করেছেন জিম্বাবুয়ের এক বোলার। যিনি ওয়ানডে ক্রিকেটে ৯ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ১০। আর উইকেট নিয়েছেন ৪টি। দলও জিতেছে।

যুব বিশ্বকাপের নয়া এই রেকর্ডের মালিক রিচার্ড এনগ্রাভা। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুর্ধ্ব’১৯ বিশ্বকাপের প্লেট পর্বে প্লে-অফ সেমিফাইনাল ম্যাচে তিনি এ কৃতী গড়েন।

রিচার্ড এনগ্রাভারের এই দারুণ কৃতিত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল এক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এদিন ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮  ওভার বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় জিম্বাবুয়ে যুবারা।

টস জিতে ফিল্ডিং করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের নিয়নন্ত্রীত বোলিং ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার যুবরা করেন ৯২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন রিভালদো মুনসামি। জিম্বাবুয়ে বোলারদের মধ্যে রিচার্ড এনগ্রাভা চারটি ও রুগারে মাগারিরা নেন দু’টি উইকেট।

জবাবে ৯২ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে তরুণদের দুই ওপেনার ব্যর্থ হলেও রায়ান মারের ২৬ ও জার্মেই ইভসের ৩৪ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে ২২ ওভারেই জয় জয় তুলে নেয় দলটি। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগ্রাভা।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে