শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৩:৩৫

ক্যারিয়ার সেরা বোলিং, নিলেন ৭ উইকেট!

ক্যারিয়ার সেরা বোলিং, নিলেন ৭ উইকেট!

স্পোর্টস ডেস্ক: চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপ ও বিশ্বকাপ। ৬ মাস ছিলেন মাঠের বাইরে। লম্বা সময় পর বাইশ গজে ফিরেই বাজিমাত করলেন ভানিন্দু হাসারাঙ্গা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা। যা তার ক্যারিয়ারে সেরা বোলিং।

শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলেছিলেন হাসারাঙ্গা। এরপরই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে যান এই অলরাউন্ডার। ভারত বিশ্বকাপের আগেই সেই চোট থেকে সেরে ওঠার কথা ছিল। কিন্তু পুনর্বাসন পর্যায়ে আবারও চোটে পড়ে ছিটকে যাব বিশ্বকাপ থেকেও।

সেই চোট কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরেন হাসারাঙ্গা। যদিও প্রথম দুই ওয়ানডের একাদশে তাকে রাখা হয়নি। তবে গতকাল কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেমেই রোডেশিয়ান ব্যাটারদের রীতিমতো ঘূর্ণি ধাঁধাঁয় ফেলেন এই লেগ স্পিনার। 

৫.৫ ওভার বোলিং করে ১ মেডেনসহ ১৯ রানের বিনিময়ে ৭ উইকেট করেছেন হাসারাঙ্গা। যা তার ক্যারিয়ার সেরা তো বটেই ওয়ানডে ইতিহাসেরই পঞ্চম সেরা বোলিং ফিগার। ২০০১ সালে কলম্বোর এসএসসিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস। এখন পর্যন্ত এটিই ওয়ানডেতে সেরা বোলিং।

এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কলম্বোর প্রেমাদাসায় বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে। শুরুতে ব্যাটিং করতে নেমে ২২ ওভার ৩ বলে ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে