সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২০:১৯

এক ধাক্কায় আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে এক থেকে সাতে আসতে পারে ভারত

এক ধাক্কায় আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে এক থেকে সাতে আসতে পারে ভারত

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে অস্ট্রেলিয়া সফর গিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের উন্নতি করেন ধোনিরা। ভারতের বর্তমান আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে। কিন্তু ভারতের এ জায়গাটা এখন  নড়বড়ে। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারলেই এক ধাক্কায় ভারত নেমে যাবে এক নাম্বার থেকে সাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ খেলতে ধোনি বাহিনী মাঠে নামবে আগামীকাল (মঙ্গলবার)। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। সিরিজের বাকি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি।


এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কয়েকটি সমীকরণ মাথায় রাখতে হচ্ছে ধোনি-রোহিতদের। প্রথমত, যদি ভারত ৩-০ তে সিরিজ জিতে নেয় তাহলে স্বাভাবিকভাবেই শীর্ষ স্থানেই থাকবে ভারত। অপরদিকে শ্রীলঙ্কা তিন থেকে নেমে যাবে সাতে।

দ্বিতীয়ত, ভারত যদি ২-১এ সিরিজ জেতে তাহলেও তাদের শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে। কিন্তু শ্রীলঙ্কার র‌্যাংকিংয়ে পরিবর্তন হবে, উঠে যাবে চারে। আবার শ্রীলঙ্কা যদি ৩-০ তে কিংবা ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তাহলে এক ধাক্কায় ভারত নেমে যাবে সাত নম্বরে। এই ক্ষেত্রে শ্রীলঙ্কা উঠে আসবে শীর্ষে। বর্তমানে র‌্যাংকিংয়ের শীর্ষেই রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ ও তৃতীয় স্থানে শ্রীলঙ্কা।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে