সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৯:০৩

‘২০১৮ সালের পর ভেবে দেখব’

‘২০১৮ সালের পর ভেবে দেখব’

স্পোর্টস ডেস্ক: পর্তুগালের ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। কিন্তু বেশ কিছু দিন ধরেই একটা জল্পনার ঝড় উঠেছে যে রোনালদো নাকি রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছেন। তাই এ বিষয়ে রোনালদো নিজেই মুখ খুলেছেন।

রোলালদো বলেছেন, আগামী ২০১৮ সাল পর্যন্ত তিনি রিয়ালেই থাকবেন। তার পরে ভেবে দেখবেন কোথাও যাওয়া যায় কিনা!

২০১৮ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রোনালদোর। সম্প্রতি ফর্মটা তেমন ভালো যাচ্ছে না তার। তাই চারদিকে বেশ গুঞ্জন ছড়িয়েছে, রিয়াল ছাড়ছেন রোনালদো। সেই গুজবটি উড়িয়ে দিয়ে পর্তুগিজ যুবরাজ বলেন, ‘আপাতত ২০১৮ সাল পর্যন্ত রিয়ালে থাকার ভাবনা রয়েছে আমার। এরপর কী হয় জানি না। পরেরটা পরেই ভেবে দেখবেন। যেহেতু রিয়ালের সঙ্গে আমার চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তাই এই সময়ে রিয়ালের জন্য সেরাটা ঢেলে দিতে চাই।’
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে