সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৬:২৮

হ্যামিলটনে অস্ট্রেলিয়ার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন মার্টিন গাপটিলরা

হ্যামিলটনে অস্ট্রেলিয়ার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন মার্টিন গাপটিলরা

স্পোর্টস ডেস্ক:  আজ হ্যামিলটনের সেডন পার্কে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে স্বপ্ন চুরমার করে দিয়ে তৃতীয় ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন ম্যাককালামের নিউজিল্যান্ড। অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে ৫৫ রানে পায় স্বাগতিকরা।

প্রথমে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ৪৬ তম ওভারে ২৪৬ রানে হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। মার্টিন গাপটিল ৫৯, গ্রান্ট ইলিয়ট ৫০ এবং ব্রেন্ডন ম্যাককালাম ৪৭ রান করে নিউজিল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দিলেও মাত্র ১৪ বলের ব্যবধানে ৯ রানে শেষ ৫ উইকেট হারায় কিউইরা।

২৪৭ রানের জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ৪৩.৪ ওভারে ১০ উইকেটে ১৯১ রান করতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। ফলশ্রুতিতে আজকের জয় নিয়ে ২-১-এ সিরিজ জয় পেয়ে যায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে ৪৪ করে রান করেন দুই ব্যাটসম্যান উসমান খাজাও ওয়ার্নার। আর অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মার্স ও নিউজিল্যান্ডের পক্ষে হেনরি নেন ৩টি উইকেট।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে