রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ১১:০৮:০৬

টি-টোয়েন্টিতে মাইলফলক, ধারেকাছে নেই আর কোনো ক্রিকেটার

টি-টোয়েন্টিতে মাইলফলক, ধারেকাছে নেই আর কোনো ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় দেড়বছর ভারতের টি-টোয়েন্টি দলে ছিলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওই সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। 

অভিজ্ঞ এই অলরাউন্ডার দীর্ঘ সময়ের চোটে আছেন, পুনরায় তার মাঠে ফেরার সময় নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এরই মাঝে রোহিত-কোহলি দুজনই ফিরেছেন সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে। 

পারিবারিক কারণে কোহলির প্রত্যাবর্তন হয়েছে দেরিতে, একইদিন আজ (রোববার) ভারতকে নেতৃত্ব দিতে নেমে অনন্য মাইলফলক ছুঁয়েছেন রোহিত।

আফগানিস্তানের বিপক্ষে ইন্দোরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচ দিয়ে ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন অধিনায়ক রোহিত। 

যার ধারেকাছে নেই আর কোনো ক্রিকেটার। রোহিতের চেয়ে ১৬টি ম্যাচ কম খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। 

এখন পর্যন্ত ১৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তৃতীয় স্থানে আছেন আরেক আইরিশ ক্রিকেটার জর্জ ডকরেল। এই সংস্করণে তিনি খেলেছেন ১২৮টি ম্যাচ। এরপর পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ১২৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিতের পরে এই তালিকায় রয়েছেন কোহলি। আজকের ম্যাচটি ধরে তিনি ১১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলছেন। 

রোহিত এবং বিরাট ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে ভারতের হয়ে খেলেননি। তারা দু’জনেই আফগানিস্তানের বিপক্ষের সিরিজ দিয়ে দলে ফিরেছেন। 

সেই ধারাবাহিকতায় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে তাদের। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরু হবে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৮২টি ছক্কাও মেরেছেন রোহিত। তবে ফরম্যাটটিতে রানসংগ্রহে তিনি আছেন দুই নম্বরে, করেছেন ৩৮৫৩ রান। 

১৩৯.১৪ স্ট্রাইকরেটের সঙ্গে রোহিতের গড় ৩১.০৭। তাকে টপকে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান কোহলির দখলে। ১৩৭.৯৬ স্ট্রাইকরেট এবং ৫২.৭৩ গড় নিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান ৪০০৮ রান করেছেন। তাদের পরই তিন নম্বরে অবস্থান পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। ১০৬টি টি-টোয়েন্টিতে ১২৯.২২ স্ট্রাইকরেট এবং ৪১.৯৫ গড় নিয়ে বাবর করেছেন ৩৬০৮ রান।

আফগানদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত। ফলে তারা ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। আজ ম্যাচ হারলে, সফরকারীরা সিরিজও হাতছাড়া করে ফেলবে। 

টস জিতে ম্যাচটিতে আগে ফিল্ডিং নিয়েছে ভারত। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন কোহলি। এর আগে তিনি সর্বশেষ ২০২২ সালে নভেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০ ওভারের ম্যাচ খেলেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে