স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে ধোনি বাহিনী মাঠে নামবে আগামীকাল (মঙ্গলবার)। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। সিরিজের বাকি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি।
এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কয়েকটি সমীকরণ মাথায় রাখতে হচ্ছে ধোনি-রোহিতদের। প্রথমত, যদি ভারত ৩-০ তে সিরিজ জিতে নেয় তাহলে স্বাভাবিকভাবেই শীর্ষ স্থানেই থাকবে ভারত। অপরদিকে শ্রীলঙ্কা তিন থেকে নেমে যাবে সাতে।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস