সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫০:৩৭

আবারও বোলিংয়ে নতুন অস্ত্র আনছেন কাটার মুস্তাফিজ

আবারও বোলিংয়ে নতুন অস্ত্র আনছেন কাটার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালের জুন মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের ব্যাটিং লাইন আপ একাই গুঁড়িয়ে দেন কাটার বয় মুস্তাফিজ। মুস্তাফিজের ঘূনিতে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে দেশে ফেরেন ধোনি বাহিনী। এরপর ক্রিকেটবিশ্বে ব্যাপক সাড়া ফেলে দেন বাংলাদেশি এ বাঁহাতি পেসার।

ভারতের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক হওয়া পর ৯টি ওয়ানডে খেলে এ পর্যন্ত ২৬ উইকেট নিয়েছেন। আর সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০ উইকেট। অভিষেকের পর থেকে এতগুলো উইকেট নেওয়ার পর মন বরেনি মুস্তাফিজের। তাই এবার তার অস্ত্রাগারে আরও একটি নতুন অস্ত্র যোগ করবেন বলে জানান এই দেশসেরা পেসার।

সাম্প্রতিক টাইমস অব ইন্ডিয়াকে (টিওআই) অনলাইন সাক্ষাতকারের মাধ্যমে আইপিএল বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে এমনটি জানিয়েছেন মুস্তফিজ।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিব্যক্তিই প্রকাশ করেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে থাকা মুস্তাফিজ বলেন, আমি বোলিংয়ে বৈচিত্র্য যোগ করতে খুব বেশি অনুশীলন করিনি। আমার যা আছে তাই নিয়েই আমি কাজ করে থাকি। আমি ইয়র্কার অনুশীলন করি। লাসিথ মালিঙ্গা স্লোয়ার ইয়র্কার করে থাকেন। আমার ইচ্ছা পরে আমি এটা নিয়ে কাজ করবো। কিন্তু বর্তমানে আমার সকল মনোযোগ এশিয়া ও বিশ্বকাপ টি-টোয়েন্টির উপর।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে