স্পোর্টস ডেস্ক : সাকিবের অনুপস্থিতিতে জতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মাশরাফি বিন মর্তুজা যেহেতু রাজনীতি, জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনী এলাকা নড়াইলের উন্নয়ন কাজকর্ম নিয়ে ব্যস্ত বেশ অনেকদিন ধরেই। দলের সঙ্গে অনেক দেরিতে যুক্ত হয়েছেন।
তাই অনেকেরই ধারণা ছিল, হয়তো এবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যেতে পারে শান্তকে। মাশরাফির মতোই রাজনীতিতে ব্যস্ত থাকা সাকিব আল হাসান ফরচুন বরিশালের নেতৃত্ব নেননি, তাই দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
সিলেটেও কি তেমনটাই হবে? না, তেমন হয়নি। সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ এবারও অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মাশরাফিকেই।
আজ বুধবার পড়ন্ত বিকেলে সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠিত ব্যাটার মোহাম্মদ মিঠুনকে করা হয়েছে অধিনায়ক মাশরাফির ডেপুটি।
প্রসঙ্গত, কাগজে-কলমে শীর্ষ চারে না থাকলেও আগেরবার বিপিএলে চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল মাশরাফির সিলেট। দেখা যাক, এবার মাশরাফি ম্যাজিকে কতদূর যেতে পারে দলটি।