শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১২:১৭:৩১

যে বিদেশিরা মাতাবেন এবারের বিপিএল

 যে বিদেশিরা মাতাবেন এবারের বিপিএল

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দশম আসর শুরু হচ্ছে আজ (শুক্রবার)। আগের আসরগুলোর তুলনায় তারকা কম থাকায় জৌলুস হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট। তবে এবারও ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভিড়িয়েছে বেশকিছু বিদেশি তারকা ক্রিকেটার।

একটা সময় বিপিএল মাতাতেন এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, ডেভিড মালান, ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো বড় তারকারা। দিন যত যাচ্ছে, ততোটা জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলো। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। দিন দিন জৌলুস হারাচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল।

তবে আগের মতো তারকাদের আধিক্য না থাকলেও, বিপিএলের দশম আসরে দেখা যাবে বেশকিছু তারকা ক্রিকেটার। মূলত তাদের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন দর্শকরা।

ফিল সল্ট
ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার ফিল সল্ট খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। এবারের বিপিএলে তিনিই টপনচ ক্রিকেটার। বিপিএল শুরুর আগ মুহূর্তে চ্যালেঞ্জার্সে নাম লেখান তিনি। আইপিএলে দল না পাওয়া সল্ট, বিপিএল দিয়ে সে আক্ষেপ কাটাতে চাইবেন। আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি শেষ হলেই বিপিএলে যোগ দেবেন তিনি। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ২১ ম্যাচে ৬৩৯ রান করেছেন সল্ট। রয়েছে দুটি ফিফটির সঙ্গে দুটি সেঞ্চুরিও।

বেন কাটিং
এবারের বিপিএলে একমাত্র অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিং। সিলেটের হয়ে মাঠ মাতাবেন এ অজি অলরাউন্ডার। আইপিলে কলকাতা, মুম্বাই ও সানরাইজার্সের হয়ে খেলেছেন তিনি। এবার সিলেটের হয়ে ছক্কার বৃষ্টি নামানোর অপেক্ষায় কাটিং।

শোয়েব মালিক
এদিকে ফরচুন বরিশালের হয়ে খেলবেন শোয়েব মালিক। তার সাম্প্রতিক পারফর্ম্যান্সে কিছুটা স্বস্তিতে থাকবে বরিশাল। শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের তিনটিতেই ফিফটি রয়েছে অভিজ্ঞ এ পাক অলরাউন্ডারের। বল হাতেও তুলে নিয়েছেন বেশকিছু উইকেট। তবে আসরজুড়ে তাকে পাচ্ছে না বরিশাল। ফেব্রুয়ারিতে পিএসএল শুরু হলে দেশের উদ্দেশে পাড়ি জমানোর কথা রয়েছে তার।

বাবর আজম
পাকিস্তানের সুপারস্টার বাবর আজমকেও দেখা যাবে বিপিএলের দশম আসরে। রংপুর রাইডার্সের জার্সি গায়ে খেলবেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। চলতি নিউজিল্যান্ড সিরিজেও ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন বাবর। এছাড়া পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। ফেবারিট রংপুরে সাকিব-সোহানদের পাশাপাশি তিনিও আলো ছড়াবেন ব্যাট হাতে।

কুশল মেন্ডিস
চট্টগ্রামের হয়ে আরেক ওভারসিজ ক্রিকেটার কুশল মেন্ডিস। জাতীয় দলের হয়ে ৫৮ টি-টোয়েন্টি খেলে করেছেন ১ হাজার ৩২৪ রান। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিপিএলে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছেন লঙ্কান এ উইকেটরক্ষক ব্যাটার।

ওয়ানিন্দু হাসারাঙ্গা
রংপুর দলে দেখা যাবে শ্রীলঙ্কান আরেক ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে রাইডার্স। গেল লঙ্কান প্রিমিয়ার লিগে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি। নিয়েছেন সর্বোচ্চ ১৯ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ২৭৯ রান। আইপিএল, সিপিএল, পিএসএলের পর এবার প্রথম বিপিএল মাতাবেন এ লেগ স্পিনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে