মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৫:১৭

মিরপুর স্টেডিয়ামে কঠিন বিপদে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা

মিরপুর স্টেডিয়ামে কঠিন বিপদে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : মাঠে নামার আগেই দুঃসংবাদ পায় ভারতীয় ক্রিকেট বোর্ড। দিনের শুরুটাই যেন বিপক্ষে গেল ভারতের।

ভাগ্যকে সঙ্গী করেই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামে ভারতীয় টিম। সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচ বলেই কঠিন লড়াইয়ের চিত্র থাকার কথা স্টেডিয়ামে।

কিন্তু ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিফাইনালে আসা শ্রীলঙ্কা ভারতকে সে সুযোগটুকুও দিচ্ছে না। লঙ্কানরা টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়।

আর লঙ্কানদের বোলিং তোপেই মূলতঃ কঠিন বিপদে ভারতীয় ক্রিকেটাররা। ভারতের ওপেনিং জুটি বিদায় নিয়েছে মাত্র ২৭ রানে।

১১ ওভার খেলা শেষে ভারতের দলীয় রান ৩৪। ফাইনালে যাওয়ার জন্য দারুণ খেলছে লঙ্কানরা। যুব বিশ্বকাপের ফাইনালে যাওয়ার জন্য ভারতের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে