স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে হবে নতুন মাশরাফিদের সাথে হবে এই টিমের লড়াই।
এই লড়াই নিয়ে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সিমরন হিটমোর। তিনি সমীহ করছেন বাংলাদেশ টিমের।
তিনি বলেন, নিঃসন্দেহে বাংলাদেশ শক্তিশালী দল। আমাদের হারিয়ে তারাই খুব সম্ভব ফাইনাল খেলবে। হিটমোর বলেন, ঘরের মাঠ বলেও বাংলাদেশ আমাদের চেয়ে এগিয়ে।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার বলেন, আমরা লড়াই করতে চেষ্টা করব। ফলাফল যেটা আসবে তো আসবে।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের যুবাদের ৩-০তে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। মিরাজদের রয়েছে এই আত্মবিশ্বাস।
আর টাইগারদের পারফর্মের কারণেই ভয় ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তানকে বীরদর্পে হারিয়ে সেমিফাইনালে ওঠে ওয়েস্ট ইন্ডিজ।
ওই সাফল্য বাংলাদেশের বিপক্ষে কতটুকু কাজে আসবে এমন প্রসঙ্গে বেশি কিছু বলতে চাননি তিনি। হিটমোর শুধু বলেন, সেদিন আমাদের ব্যাটসম্যান ও বোলাররা ভালো করেছে।
৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর